Last Updated: Friday, July 12, 2013, 09:16
চ্যাম্পিয়নস ট্রফির পর এবার ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজও জিতল ভারত। গতকাল পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালের মাঠে ফাইনালে এক উইকেটে হারাল শ্রীলঙ্কাকে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ধোনি বাহিনী। শুরুটা ভালো হলেও পরের দিকে তাসের ঘরের মত ভেঙে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৩০ রানে শেষ আট উইকেট হারায় তারা। ফলে ৪৮.৫ দশমিক পাঁচ ওভারে মাত্র ২০১ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।