Last Updated: Tuesday, July 16, 2013, 21:41
বিদেশি লগ্নির ক্ষেত্রে আরও উদার হল কেন্দ্র। টেলিকমে এফডিআইয়ের মাত্রা ৭৪% বেড়ে দাঁড়াল ১০০%। বিমা ক্ষেত্রেও ২৬% থেকে বেড়ে বিদেশী লগ্নি শর্তসাপেক্ষে ৪৯% করা হচ্ছে। প্রতিরক্ষা খাতেও একই হারে বাড়ছে বিদেশী লগ্নির পরিমাণ।