Last Updated: Tuesday, December 25, 2012, 23:25
হারের ঠিকানাটা দারুণভাবে চিনে রেখেছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ড সিরিজের হারের রেশ পাকিস্তানের বিরুদ্ধে সিরিজেও রয়ে গেল। সীমান্ত যুদ্ধে শুরুটা মহেন্দ্র সিং ধোনির দল করল হার দিয়ে। পাঁচ বছর পর ভারতের মাটিতে খেলতে নেমে মাতিয়ে দিল পাকিস্তান। সিরিজের প্রথম টি-২০ ম্যাচ বেঙ্গালুরুতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। আর ধোনিদের এই হারের পিছনে বড় ভুমিকা নিলেন দেশের `জামাই` শোয়েব মালিক। সানিয়া মির্জার জীবনসঙ্গি শোয়েব মালিকের দুরন্ত অপরাজিত ৫৭ আর ম্যাচের সেরা অধিনায়ক মহম্মদ হাফিজের ৬১ রান পাকিস্তানকে জিতিয়ে আনল। ম্যাচের শেষ ওভারে পাকিস্তানকে জিততে হলে করতে হত ১০ রান। রবীন্দ্র জাদেজার সেই শেষ ওভারের চতুর্থ বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে দেশকে জয়ের সীমানায় নিয়ে যান মালিক।