Last Updated: Thursday, August 1, 2013, 20:59
জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের জয়ের ধারা অব্যাহত। বুলাওয়েতে চতুর্থ একদিনের ম্যাচে নয় উইকেটে জিম্বাবোয়েকে হারাল ভারত। সিরিজ জিতে যাওয়ায় শেষ দুটি ম্যাচ ভারতের কাছে নিয়মরক্ষার ছিল। বুলাওয়েতে টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ৪২ ওভার চার বল খেলে মাত্র ১৪৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে।