Indian Medical Asooc - Latest News on Indian Medical Asooc| Breaking News in Bengali on 24ghanta.com
আমি ক্ষমা চাইব না: আমির

আমি ক্ষমা চাইব না: আমির

Last Updated: Wednesday, June 6, 2012, 20:40

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাছেও ক্ষমা চাইতে অস্বীকার করলেন আমির খান। মঙ্গলবার একটি জনপ্রিয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে আমির বলেন, "আমি কোনোভাবেই আইএমএর কাছে ক্ষমা চাইব না। আমি চিকিত্সা পেশাকে অসম্মান করিনি। যাঁরা এই পেশায় থেকে অনৈতিক কাজ করে চলেছেন, তাঁরা এই পেশাকে অবমাননা করেছেন। আমি নয়। "