Last Updated: Monday, October 14, 2013, 10:13
ঘূর্ণিঝড় পাইলিনের দাপটে বিপর্যস্ত ওড়িশা। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বেশ কয়েকটি এলাকা এখনও জলের তলায়। পুরী, জগজ্জীনপুর, গঞ্জাম, খুদড়াসহ সাতটি জেলায় বিদ্যুতহীন। বিদ্যুত না থাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে এই সমস্ত জেলাগুলিতে। মঙ্গলবারের আগে বিদ্যুত ফেরার সম্ভাবনা নেই বলে প্রশাসনসূত্রে খবর।