Indian Olympic Assoc - Latest News on Indian Olympic Assoc| Breaking News in Bengali on 24ghanta.com
খারিজ হয়ে গেল আইওএ-এর আবেদন, ভারতের অলিম্পিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত

খারিজ হয়ে গেল আইওএ-এর আবেদন, ভারতের অলিম্পিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত

Last Updated: Thursday, September 5, 2013, 13:27

শাপমুক্তি ঘটল না ভারতের। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে যে সমস্ত আধিকারিকদের নামে চার্জশিট গঠিত হয়েছে তাঁদেরকে দিয়েই কাজ চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিল। আজ আইওএ-এর সেই আবেদন খারিজ করে দিল আইওসি। ফলে রিও অলিম্পিকে ভারতের যোগদানের সম্ভাবনা এখনও অনিশ্চিতই রয়ে গেল। অনিশ্চিত হয়ে গেল এদেশের ক্রীড়া ভবিষ্যতও।