Indian Space Researc - Latest News on Indian Space Researc| Breaking News in Bengali on 24ghanta.com
দুবারের ব্যর্থতা মুছে জিএসএলভির সফল উত্‍ ক্ষেপণ ইসরোর

দুবারের ব্যর্থতা মুছে জিএসএলভির সফল উত্‍ ক্ষেপণ ইসরোর

Last Updated: Sunday, January 5, 2014, 17:42

আজ শ্রীহরিকোটা থেকে উত্‍ ক্ষেপণ হল জিএসএলভির। বিকেল ৪.১৮ মিনিটে শুরু হয় উতক্ষেপন। কক্ষপথের দিকে ছুটে যায় ওই রকেট। ২০১০ সালের পরপর এই উত্‍ ক্ষেপণে ব্যর্থ হয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।