Last Updated: Friday, January 3, 2014, 12:45
বিতর্কটা বহুদিনের ছিল। কিন্তু প্রথম পদক্ষেপটা নিল ভারতের উত্তরপূর্বের রাজ্য আসাম। সারা দেশের একই টাইম জোন (সময় নির্দেশিকা) মানার নিয়ম ভেঙে নিজেদের জন্য নয়া টাইমজোন তৈরি করল আসাম। ভারতে দ্বিতীয় টাইম জোনের সূচনা হয়ে গেল।