Last Updated: Saturday, September 22, 2012, 18:16
ফর্মের ধারেকাছে নেই ভারতীয় বোলিংয়ের `মেরুদণ্ড`জাহির খান। টি টোয়েন্টি ক্রিকেটে জাহির বলকে প্রায় ছাতু করে ফেলেছেন আফগানিস্তানের ব্যাটসম্যানরাও। তাই জ্যাককে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কিন্তু জাহিরের পাশে দাঁড়ালেন তাঁর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুধু পাশে দাঁড়ানোই নয় ধোনির কাছে বড় সার্টিফিকেট পেলেন জাহির।