Last Updated: Thursday, March 27, 2014, 08:47
গদি ছাড়তে নারাজ শ্রীনির ভাগ্য আজ ঠিক করতে চলেছে সুপ্রিমকোর্ট। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে স্বচ্ছ তদন্তের স্বার্থে দু`দিন আগেই শীর্ষ আদালত বিসিসিআই-এর প্রেসিডেন্টের পদ থেকে এন শ্রীনিবাসনকে সরে যেতে বলেছিল। শ্রীনিকে বৃহস্পতিবার অবধি সময় দেওয়া হয়েছিল। সুপ্রিমকোর্ট সাফ জানিয়েছিল তিনি নিজে থেকে গদি না ছাড়লে আদালত নিজের রায় জানাবে। আজ সেই রায় ঘোষণার দিন।