Last Updated: Saturday, August 17, 2013, 09:39
ভারত-পাক সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে দিল কারগিল-দ্রাস সেক্টরে পাক সেনার গুলি।ভা গত চোদ্দো বছরে এই প্রথম কারগিল অঞ্চলে অস্ত্রসংবরণ চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। কারগিলে গুলি চালানোর কয়েক ঘণ্টা পর মেন্ধার ও হামিরপুরে সীমান্ত বরাবর গুলি চালাল পাক সেনা। সীমান্ত এলাকায় গত ১০ দিনে এ নিয়ে ১৮বার চুক্তি লঙ্ঘিত হয়েছে। এই পরিস্থিতিতে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কেন্দ্র।