Last Updated: Tuesday, October 16, 2012, 13:07
প্রবাসী বাঙালি দম্পতি দেবাশিস ও পামেলা সাহার একমাত্র সন্তান ইন্দ্রাশিসকে নিরপেক্ষ কোনও ভারতীয় সংস্থার হাতে তুলে দিতে রাজি মার্কিন সরকারের যুব কল্যাণ বিভাগ। তবে, এখনই বাবা মায়ের হাতে বছরখানেকের ইন্দ্রাশিসকে দিতে রাজি নয় তারা।