Last Updated: Tuesday, April 22, 2014, 12:07
তথ্য প্রযুক্তিতে নতুন মাত্রা পেল ভারত। ভারতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি কোম্পানি টিসিএস বিশ্বের দশমতম জায়গা দখল করল। ২০১২তে ছিল ১৩তম স্থানে কিন্তু সাড়ে দশ বিলিয়ন ডলার মুনাফা লাভ করে ইনফোসিস, উইপ্রো, কগনিজেন্টকে ছাপিয়ে দশ নম্বর জায়গায় পৌঁছিয়ে যায়।