Infosys will not get - Latest News on Infosys will not get| Breaking News in Bengali on 24ghanta.com
ইনফোসিস-এর জন্য এসইজেড নয়

ইনফোসিস-এর জন্য এসইজেড নয়

Last Updated: Monday, February 20, 2012, 23:06

রাজারহাটের ৫০ একর জমিতে প্রস্তাবিত তথ্যপ্রযুক্তি কেন্দ্রে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা পাবে না ইনফোসিস। তথ্যপ্রযুক্তিমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়ে দিয়েছেন। নীতিগত কারণেই ইনফোসিসকে এই মর্যাদা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পার্থবাবু। রাজ্য সরকার অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব দিলেও, এসইজেড মর্যাদা ছাড়া ইনফোসিস রাজারহাটে তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়তে কতটা আগ্রহী হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে শুরু করেছে।