Last Updated: Friday, October 5, 2012, 22:12
মাছবিক্রেতার ওপর তৃণমূল কংগ্রেসের হামলার ঘটনার প্রতিবাদ করায় প্রশাসনিক
স্তরে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়লেন নাট্যকর্মী বিমল চক্রবর্তী।
কর্মসূত্রে বিমলবাবু তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মী। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর সচিবালয় থেকে নির্দেশ যায় তথ্য সংস্কৃতি
দফতরের সচিবের কাছে। ওই দফতরের সচিবের নির্দেশে তাঁকে ফের পাঠানো হয় তথ্য ও
সংস্কৃতি দফতরে। কিন্তু তাঁকে কম্পালসরি ওয়েটিংয়ে রাখা হয়েছে।
নাট্যকর্মীদের অভিযোগ, তৃণমূলের হামলার প্রতিবাদ করায় কর্মক্ষেত্রেও
শাস্তির মুখে পড়তে হল বিমলবাবুকে।