Last Updated: Thursday, January 2, 2014, 19:20
ইন্টার্ন হেনস্থা কাণ্ডে আরও বিপাকে পড়লেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি। এই মামলায় প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। জাতীয় বা কোনও রাজ্যের মানবধিকার কমিশনের প্রধানকে সরাসরি অপসারণ করার ক্ষমতা থাকে একমাত্র দেশের রাষ্ট্রপতির। প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের ফলে এবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নতুন করে তদন্তের নির্দেশ দেবেন। জানতে চাইবেন সুপ্রিমকোর্টের মতামত। সুপ্রিমকোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি অশোক গাঙ্গুলি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। এর আগে দেশের শীর্ষ আদালত যেহেতু প্রাথমিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অশোক গাঙ্গুলিকে দোষী সব্যস্ত করেছিল তাই অনুমান করা হচ্ছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের ফলে অশোক গাঙ্গুলির বিপদ আরও বাড়ল।