Last Updated: Tuesday, August 6, 2013, 14:10
মহাশূন্যে মানুষের সঙ্গী হতে আকাশ পাড়ি দিতে প্রস্তুত জাপানি কথা বলা রোবট কিরোবো। আগামী নভেম্বরে জাপানের মহাকাশচারী কোচি ওয়াটাকারের মিশনে সঙ্গী হবে সে। পৃথিবীর ইতিহাসে প্রথমবার মানুষকে সঙ্গ দিতে মহাকাশ অভিযানে যাচ্ছে কোনও কথাবলা যন্ত্রমানব।