Interns of vacation - Latest News on Interns of vacation| Breaking News in Bengali on 24ghanta.com
গণ-ছুটি বিতর্কে ১২২ জনকে শোকজ

গণ-ছুটি বিতর্কে ১২২ জনকে শোকজ

Last Updated: Monday, March 18, 2013, 21:41

এনআরএসে গণ-ছুটি বিতর্কে ১২২ জন ইন্টার্নকে শোকজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে প্রিন্সিপালের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একসঙ্গে চিঠি লিখে শোকজের জবাব দিয়েছেন ইন্টার্নরা। কিন্তু, এক চিঠিতে নয় পৃথক পৃথকভাবে ১২২ জনকে শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত প্রত্যেকে পৃথকভাবে উত্তর দিচ্ছেন। সকলের উত্তর হাতে পাওয়ার পর স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট জমা দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।