Last Updated: Wednesday, April 16, 2014, 23:33
মা ও দুই মেয়ের নৃশংস খুনের প্রায় দু সপ্তাহ পর অবশেষে একবালপুরের ফ্ল্যাটে পৌছল ফরেন্সিক বিশেষজ্ঞরা। আজ দুপুরে চার সদস্যের ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করে। বুধবার সকাল পর্যন্ত রাজ্য ফরেনসিক বিভাগের কাছে নমুনা সংগ্রহের জন্য কোনও রিকুইজিশনই পাঠায়নি কলকাতা পুলিস। পুলিসের ভুলেই নষ্ট হয়ে গেছে অনেক পারিপাশ্বিক তথ্যপ্রমাণ। তোপ রাজ্য ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞদের।