Last Updated: Thursday, April 18, 2013, 11:44
ইসলামাবেদ শহরে অদূরে পরভেজ মুশারফের ফার্মহাউস ঘিরে রেখেছে পাক পুলিস বাহিনী। তবে এখনই ৬৯ বছরের রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা নিয়ে হেলদোল দেখাচ্ছে না পাক প্রশাসন। কখন তাঁকে গ্রেফতার করা হতে পারে, তা নিয়ে নিদৃষ্ট করে বলেতে পারছেন না কেউই।