Italian Foreign Mini - Latest News on Italian Foreign Mini| Breaking News in Bengali on 24ghanta.com
মত্‍সজীবী হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা করবে ইতালি : টার্জি

মত্‍সজীবী হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা করবে ইতালি : টার্জি

Last Updated: Tuesday, February 28, 2012, 16:25

কোল্লাম উপকূলে ভারতীয় মত্‍সজীবী হত্যাকাণ্ডের বিষয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর সঙ্গে বৈঠক করলেন ইতালির বিদেশমন্ত্রী গিউলিও টার্জি। মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠক শেষে টার্জি জানান, ঘটনার তদন্তে ইতালি সরকার, ভারতের সঙ্গে সব রকম সহযোগিতা করবে।