Italian marines case - Latest News on Italian marines case| Breaking News in Bengali on 24ghanta.com
শীর্ষ আদালতে ধিকৃত মানচিনি

শীর্ষ আদালতে ধিকৃত মানচিনি

Last Updated: Monday, March 18, 2013, 10:49

ভারতীয় মত্‍স্যজীবী খুনের ঘটনায় আজ সুপ্রিম কোর্টে তীব্র সমালোচনার সম্মুখীন হলেন ইতালির রাষ্ট্রদূত   ড্যানিয়েল ম্যানচিনি। শীর্ষ আদালত জানালো এই ঘটনায় মানচিনি ইতিমধ্যেই তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। আজ শীর্ষ আদালতে একটি হলফনামা পেশ করে মানচিনি দাবি করেন ভিয়েনা সম্মেলন অধীনে তাঁর কাছে সম্পূর্ণ আইনি রক্ষাকবচ আছে। কিন্তু এই দাবি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে ব্যক্তিকে আদালতে হলফনামা পেশ করতে হয়, তাঁর কাছে কোনও রক্ষা কবচ থাকতে পারে না। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ইতালির রাষ্ট্রদূত এই দেশ ছেড়ে যেতে পারবে না বলেও জানানো হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। এই মামলার পরবর্তী শুনানি এপ্রিলের দুই  তারিখ।