Last Updated: Thursday, May 1, 2014, 10:33
পেয়ার মে নয়া টুইস্ট? বলি বিউটি অনুষ্কা শর্মার সঙ্গে ভারতীয় ক্রিকেটের বর্তমান ব্লু আইড বয় বিরাট কোহলির প্রেম নিয়ে যখন পেজ থ্রি সরগরম তখন অন্য ইশক-এর বোমা ফাটালেন ব্রাজিলীয় সুন্দরী ইজাবেল লেইতে। টিনসেল টাউনে নিজের জমি খোঁজায় আপাত ব্যস্ত এই তন্বী জানালেন টানা দু`বছর তিনি বিরাট কোহলিকে ডেট করেছেন।