Last Updated: Friday, November 25, 2011, 12:58
মুম্বইয়ের সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডের জেরে এবার গ্রেফতার হলেন একটি ইংরেজি দৈনিকের সাংবাদিক। শুক্রবার সকালে ধৃত জিগনা ভোরা নামে এই সাংবাদিকের সঙ্গে ছোটা রাজন গোষ্ঠীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি মুম্বই পুলিসের।