J N Roy Hospital - Latest News on J N Roy Hospital| Breaking News in Bengali on 24ghanta.com
গফিলতির অভিযোগে কাঠগড়ায় নামী হাসপাতাল

গফিলতির অভিযোগে কাঠগড়ায় নামী হাসপাতাল

Last Updated: Tuesday, May 22, 2012, 19:32

চূড়ান্ত অবহেলার অভিযোগে কাঠগড়ায় শহরের নামী হাসপাতালের কর্তৃপক্ষ। এক রোগীর ইঞ্জেকশন ভুল করে অন্য রোগীকে দেওয়ার অভিযোগ উঠেছে মানিকতলার জে এন রায় হাসপাতালের বিরুদ্ধে। ঘটনার জেরে কর্তব্যরত নার্সের বিরুদ্ধে নারকেল ডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রোগীর পরিবারের তরফে।