Last Updated: Sunday, March 11, 2012, 18:57
তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের মাশুল দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জাটুয়া। রবিবার ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল কংগ্রেসের একটি সভা সেরে ফেরার পথে তৃণমূলের মানিক পাইক গোষ্ঠী এবং শৈবাল লাহিড়ি গোষ্ঠীর কাজিয়ার মুখে পড়েন জাটুয়া। রাস্তায় তাঁর গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখায় একদল তৃণমূলী। এ দিন তৃণমূলের যে গোষ্ঠীর সম্মেলন ছিল, সেই গোষ্ঠীর অনেকেই সিপিআইএমের প্রাক্তন সদস্য-কর্মী বলে অন্য গোষ্ঠীর অভিযোগ। সেই অসন্তোষ থেকেই এ দিনের বিক্ষোভের ঘটনা।