Last Updated: Sunday, September 16, 2012, 21:47
কত শত এল রথি, বলিউড তবু খান মুখো! আগামী কয়েক মাস বলিউড ব্যবসার যা গতি প্রকৃতি তাতে এমন একটা স্লোগান লিখে ফেলাই যায়। বছরের শেষ কটা মাস বরাবরই বলিউডের কাছে লক্ষ্মীর ঝাঁপি খুলে দেয়। অতীতের বক্স অফিস প্রমাণ করেছে সে কথা। এ বছরের শেষ কটা মাস বলিউড তাকিয়ে সেই তিন খান মানে শাহরুখ, আমির, আর সলমনের দিকেই। আসলে বলিউডের এই তিন মহারথির মেগা বাজেটের তিনটি ছবি মুক্তি পেতে চলেছে। আর এই তিনটি ছবি থেকে বলিউডের প্রত্যাশা ৫০০ কোটি টাকা!