Jacques Rogge - Latest News on Jacques Rogge| Breaking News in Bengali on 24ghanta.com
ভারতের আপত্তি উড়িয়ে লন্ডন অলিম্পিকের স্পনসর ডাও কেমিক্যালস

ভারতের আপত্তি উড়িয়ে লন্ডন অলিম্পিকের স্পনসর ডাও কেমিক্যালস

Last Updated: Thursday, February 16, 2012, 16:05

নয়াদিল্লির আপত্তি নস্যাত্‍ করে লন্ডন অলিম্পিকের মূল স্পনসর হিসেবে ভোপাল গ্যাসকাণ্ড-কলঙ্কিত ডাও কেমিক্যালস`কেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। সংস্থার প্রধান জ্যাকোয়েস রোগে ভারতীয় অলিম্পিক কমিটির কার্যনির্বাহী চেয়ারম্যান বিজয় কুমার মালহোত্রাকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন এ কথা।