Jag Reddy gets judic - Latest News on Jag Reddy gets judic| Breaking News in Bengali on 24ghanta.com
জগনমোহনের জামিন পুনর্বিবেচনার শুনানি স্থগিত

জগনমোহনের জামিন পুনর্বিবেচনার শুনানি স্থগিত

Last Updated: Monday, May 28, 2012, 17:25

চাঁচলগুড়া জেলে বন্দি ইয়েদুগুড়ি সন্দিন্তি জগনমোহন রেড্ডির জামিনের আবেদনের শুনানি আগামী ৩১ মে পর্যন্ত স্থগিত রাখল আদালত। সোমবার ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালত। আগামী ১১ জুন, পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাঁকে জেলে রাখার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন কাডাপার সাংসদ।