Last Updated: Tuesday, June 12, 2012, 10:54
যুধুধান রাজনৈতিক দলগুলির কাছে তেলুগু মুলুকের উপনির্বাচন কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছিল। ভোটগ্রহণ পর্বেও দেখা গেল সেই মরিয়া মনোভাবের প্রতিচ্ছবি। নেল্লোর লোকসভা-সহ ১২ জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস এবং তেলুগু দেশম কর্মীদের মধ্যে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটল আজ।