Last Updated: Tuesday, November 12, 2013, 09:17
জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের সাথে পাল্লা দিচ্ছে জগদ্দল। বাহারি আলো, প্রতিমার পাশাপাশি মণ্ডপেও রয়েছে বৈচিত্র্য। আর তা দেখতেই ভিড় করছেন অসংখ্য মানুষ। উত্তর ২৪ পরগনার জগদ্দলে ছোট-বড় মিলিয়ে এবার পুজোর সংখ্যা প্রায় ১৫০। কোথাও সাবেকিয়ানা, কোথাও বা থিমের বাহার। গঙ্গার ওপারে চন্দননগরের ঠাকুর দেখতে যেমন ভিড় করছেন দর্শনার্থীরা, তেমনই ভিড় করছেন এপারের জগদ্দলে।