Last Updated: Tuesday, March 19, 2013, 09:25
মহারাষ্ট্রের কঙ্কন উপকূলের রত্নগিরি জেলার খেড়ে যাত্রী বোঝাই একটি বাস উল্টে যাওয়ায় প্রাণ হারিয়েছেন ৩৭ জন। আহতের সংখ্যা ১৫। গোয়া থেকে মুম্বই যাওয়ার পথে একটি ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর রাত সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছেন। উদ্ধার হওয়া যাত্রীদের বেশিরভাগেরই মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। তাঁদের খেদের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।