Jagganath - Latest News on Jagganath| Breaking News in Bengali on 24ghanta.com
আজ রথ যাত্রা, তিলোত্তমা মেতেছে উৎসবের মেজাজে

আজ রথ যাত্রা, তিলোত্তমা মেতেছে উৎসবের মেজাজে

Last Updated: Sunday, June 29, 2014, 16:47

শহর মজে রথযাত্রার উত্‍সবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে এগিয়ে চলল রথ। পার্ক সার্কাস থেকে পার্ক স্ট্রিট। শুরু হয়ে গেল ইসকনের রথযাত্রা। এবার তেতাল্লিশ বছরে পা দিল কলকাতায় ইসকনের এই রথযাত্রা। উত্‍সবের আকর্ষণ বাড়িয়ে হাজির ছিলেন দেশি বিদেশি ভক্তের দল।