Last Updated: Sunday, July 29, 2012, 21:07
অলিম্পিকে বক্সিংয়ে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ভারতের। শনিবার বক্সিংয়ে গ্রুপ লিগে বিজেন্দ্র সিংয়ের জয়ের পর রবিবার বক্সিংয়ে ভারতকে জয় এনে দিলেন জয় ভগবান। ৬০ কেজি লাইট ওয়েট বিভাগে সেশেলসের প্রতিদ্বন্দ্বি অ্যান্ড্রিকুইকে হারিয়ে দেন ভারতের এই বক্সার।