Jailalita - Latest News on Jailalita| Breaking News in Bengali on 24ghanta.com
জয়ললিতার ফোন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আলোচনা লোকসভা ভোট নিয়ে, হাত ধরতে রাজি মমতাও

জয়ললিতার ফোন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আলোচনা লোকসভা ভোট নিয়ে, হাত ধরতে রাজি মমতাও

Last Updated: Friday, March 7, 2014, 14:13

তামিলনাড়ুতে ধাক্কা খেল তৃতীয় বিকল্প। বামেদের হাত ছেড়ে দিলেন জয়ললিতা। আসন নিয়ে রফা না হওয়াতেই জোট ভেঙে দিল এআইএডিএমকে। আর এই জোট ভাঙার দিনেই নতুন ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, জয়ললিতা প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই তাঁর। একই সঙ্গে কেন্দ্রে সরকার গঠনে বিজেপির হাত ধরার সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।