Last Updated: Saturday, October 20, 2012, 18:52
বোধনের আগেই বাজল যুদ্ধের দামামা। জয়রাম রমেশের কটাক্ষের জবাব দিতে ফেসবুককে হাতিয়ার করে ফের রণং দেহী মুখ্যমন্ত্রী। উধাও উত্সবের ফিল গুড ফ্যাক্টর। উনিশে অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ একটি চিঠি পাঠান মুখ্যমন্ত্রীকে। যে চিঠিতে তিনি চলতি আর্থিক বছরে একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্র রাজ্যকে কত টাকা দিয়েছে তার বিস্তারিত তথ্য পাঠান। সরকারি সেই চিঠিতে একেবারে শেষে তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রীয় সরকারকে ব্রেন ডেড সরকার বলেছিলেন, তারাই কীভাবে একশো দিনের প্রকল্পের টাকা দিয়ে রাজ্যের মানুষের পাশে দাঁড়াচ্ছে।