Jairaman - Latest News on Jairaman| Breaking News in Bengali on 24ghanta.com
ছুটি নয়, রয়েছেন পোস্টিংয়ের অপেক্ষায়, স্পষ্ট জানালেন জয়রামন

ছুটি নয়, রয়েছেন পোস্টিংয়ের অপেক্ষায়, স্পষ্ট জানালেন জয়রামন

Last Updated: Monday, December 2, 2013, 23:08

দুর্নীতির মামলায় মালদহের জেলাশাসককে গ্রেফতারের নির্দেশে ছিল দৃঢ়তার পরিচয়। তার জেরে শিলিগুড়ির পুলিস কমিশনারের পদ খোয়ালেও, অবস্থান থেকে একচুল সরেননি কে জয়রামন। সোমবার রাজ্য পুলিসের শীর্ষ কর্তাদের সামনেও একইরকম দৃঢ় রইলেন শিলিগুড়ির অপসারিত পুলিস সুপার। স্পষ্ট জানিয়ে দিলেন, ছুটিতে যাবেন না। অপেক্ষা করবেন পরবর্তী পোস্টিংয়ের জন্য।