Last Updated: Saturday, April 13, 2013, 15:51
কেটে গিয়েছে ৯৪ বছর। জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ক্ষত এখনও গভীর। কিছু দিন আগেই জালিওয়ানওয়ালাবাগের এসে হত্যাকাণ্ডকে লজ্জাজনক বলে মন্তব্য করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু তাতে আদৌ অমৃতসরবাসীর মনের ক্ষতে প্রলেপ পড়েনি। তাঁদের কাছে ব্রিটিশ প্রধামন্ত্রীর এই স্বীকারোক্তি নেহাতই একটি রাজনৈতিক চাল।