Last Updated: Friday, August 10, 2012, 09:37
লন্ডনের ট্র্যাকে নতুন ইতিহাস গড়লেন উসেন বোল্ট। ১০০ মিটারের মতো পরপর দুটি অলিম্পিকে ২০০ মিটারেও সোনা জিতলেন তিনি। বোল্টের এই বিরল কৃতিত্বের সঙ্গেই পুরুষদের ২০০ মিটারের ৩ টি পদকই গিয়ে পড়ল জামাইকার ঝুলিতে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে দৌড় শেষ করেন জামাইকারই অন্য দুই স্পিডস্টার ইয়োহান ব্লেক এবং ওয়ারেন ওয়্যার।