Last Updated: Wednesday, September 28, 2011, 20:08
জ্বালানি তেল বহনকারী মালগাড়ির কামরায় আগুন লেগে ধুন্ধুমার কাণ্ড উত্তর বিহারের কিষানগঞ্জে। আজ সকালে মালগাড়ির পাঁচটি কামরায় আগুন লাগে। আগুনের উত্তাপ, আঁচে মুহূর্তেই আতঙ্ক ছড়ায় কিষানগঞ্জ ও আশেপাশের এলাকায়।