Jan jagaran yatra - Latest News on Jan jagaran yatra| Breaking News in Bengali on 24ghanta.com
মানেসরের মারুতি সুজুকির শ্রমিকদের মুক্তির দাবিতে শুরু ১৭ দিনের `জন জাগরণ যাত্রা`

মানেসরের মারুতি সুজুকির শ্রমিকদের মুক্তির দাবিতে শুরু ১৭ দিনের `জন জাগরণ যাত্রা`

Last Updated: Thursday, January 16, 2014, 14:06

মানেসরের মারুতি সুজুকি কারখানার শ্রমিকদের মুক্তির দাবিতে ১৭ দিনের `জন জাগরণ যাত্রা`-র আয়োজন করলেন বন্দী শ্রমিকদের পরিবার ও সহকর্মীরা। ২০১২ সালে ১৮ জুলাই ১৫৮ জন শ্রমিককে `হিংসা` ছড়াবার অভিযোগে কারখানে গেট থেকে গ্রেফতার করে হরিয়াণা পুলিস। কিন্তু তারপরে কোনও নির্দিষ্ট প্রমাণ ছাড়া বারবার আদালতে আবেদন করা সত্ত্বেও এখনও মুক্তি পাননি শ্রমিকরা। অভিযোগ হরিয়াণা সরকারও এই বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।