Last Updated: Saturday, September 14, 2013, 15:16
একটা পদবিতে কটা অক্ষর থাকতে পারে! গুনে দেখুন না, আপনার পদবিতে কটা অক্ষর আছে। এই যেমন আমার পদবিটা যদি ইংরেজিতে লেখা হয় তাহলে হবে ৭টা। আপনার বড়জোর দশটা। তাই তো! কিন্তু হাওয়াইয়ের বাসিন্দা জেনিসের ব্যাপরটা একটু আলাদা। বিয়ের পর স্বামীর থেকে পাওয়া পদবিটা জেনিসের একটু বড় ছিল। জেনিসের পদবিতে নয় নয় করে ৩৫টা শব্দে আছে। স্টেট আইডি কার্ডে লেখা জেনিসের না আর পদবিটা একটু দেখে নিন-- Janice eihanaikukauakahihuliheekahaunaele।