Last Updated: Monday, March 26, 2012, 11:28
সিবিআইকে স্বায়ত্বশাসন দিতে আন্না হাজারের পাশে দাঁড়াল বিজেপি। রবিবার বিজেপি নেতা বলবির পুঞ্জ বলেন, কোনও ঘটনার তদন্ত এবং সেই তদন্তের ভিত্তিতে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেই তাঁর দল। পাশাপাশি, লোকপাল বিলের খসরা নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আন্না হাজারের আলোচনা করা উচিত বলে মনে করেন তিনি।