Last Updated: Monday, October 7, 2013, 13:50
জাপানিজ এনসেফালাইটিস রোধ করার জন্য গত ৪ অক্টোবর ভারত থেকে একটি দেশীয় ভ্যাকসিন বার করা হল। এই জাতীয় এনসেফালাইটিসের ভাইরাস নির্মুলকরণের জন্য এই ভ্যাকসিন নিয়ে আসা হল জাতীয় পরিকল্পনার অংশ হিসাবে। ভারতের ১৯টি রাজ্যে প্রতি বছর অসংখ্য মানুষ বিশেষত শিশুরা এই রোগে আক্রান্ত হয়। বিশেষত বিহার ও উত্তরপ্রদেশে অপুষ্টিতেভোগা শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ সাংঘাতিক। মশা বাহিত এই রোগের ভাইরাস শুকর থেকে মানুষের দেহে সংক্রামিত হয়।