Jatra Utsav - Latest News on Jatra Utsav| Breaking News in Bengali on 24ghanta.com
মঞ্চের মহাত্মা গান্ধী পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে, পাশেই মমতার `মমতার` আশায় দাঁড়িয়ে নেতাজী

মঞ্চের মহাত্মা গান্ধী পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে, পাশেই মমতার `মমতার` আশায় দাঁড়িয়ে নেতাজী

Last Updated: Friday, February 7, 2014, 10:52

মহাত্মা গান্ধী, পা ছুঁয়ে আশীর্বাদ চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছার অপেক্ষায় পাশেই দাঁড়িয়ে নেতাজী সুভাষচন্দ্র বসু। বাস্তবে নয়, এমন ঘটনাই ঘটল রঙ্গমঞ্চের আলো আঁধারিতে। বারাসতে আঠারোতম যাত্রা উতসবের সূচনা অনুষ্ঠানে অভিনেতাদের আমন্ত্রণে এভাবেই মুখ্যমন্ত্রী মঞ্চে মিশে গেলেন রামকৃষ্ণ, সুভাষ বোস আর গান্ধীজির সঙ্গে। মঞ্চ জুড়ে ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, সুভাষ বোস। চড়া মেকআপ আর সাজ সজ্জায় যেন জীবন্ত। বারাসতে আঠারোতম যাত্রা উতসবের সূচনা অনুষ্ঠানে পরতে পরতে ইতিহাসের ছোঁয়া। আর তারই মাঝে উজ্জ্বল বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।