Javed Usman - Latest News on Javed Usman| Breaking News in Bengali on 24ghanta.com
 অভিনেত্রীদের গালের মত রাস্তার প্রতিশ্রুতি, অপসৃত উত্তর প্রদেশের মন্ত্রী

অভিনেত্রীদের গালের মত রাস্তার প্রতিশ্রুতি, অপসৃত উত্তর প্রদেশের মন্ত্রী

Last Updated: Sunday, April 14, 2013, 11:06

সুন্দরীদের চিকণ, মসৃণ গালের মত রাস্তা বানানো হল না উত্তর প্রদেশের খাদি ও গ্রামোন্নয়ন মন্ত্রী রাজা রাম পান্ডের। উল্টে খোয়াতে হল মন্ত্রীত্ব। শুক্রবার প্রতাপগড়ে বক্তৃতা দেওয়ার সময় রাজা রাম পান্ডে প্রতাপ গড়ের রাস্তা ``অভিনেত্রী হেমা মালিনি আর মাধুরী দিক্ষিতের গালের মত`` করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।