Last Updated: Thursday, April 24, 2014, 16:35
সদ্য মুক্তি প্রাপ্ত গান শুনতে চান? নতুন কোনও অ্যাড দেখতে চান? পুরনো ভিডিও দেখে নস্টালজিক হয়ে পড়েন? নাকি কাজের চাপে মিস হয়ে যাওয়া টেলিভিশনের কোনও অনুষ্ঠানের পর্ব পরে নিজের ইচ্ছামতো দেখে নেন? সবকিছুই আজ শুধু ইউটিউবের হাতের মুঠোয়। আজ থেকে ৯ বছর আগে এই দিনেই আপলোড করা হয়েছিল প্রথম ভিডিও।