Last Updated: Wednesday, November 27, 2013, 12:21
শঙ্করারামন হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৩ জনকে বেকসুর খালাস করল আদালত। নয় বছর ধরে শুনানি চলার পর আজ এই রায় দিল পুডুচেরী হাইকোর্ট। আদালত জানিয়েছে খুনের উদ্দেশ্য ও ষড়যন্ত্র পরিস্কার নয়। এরপরই বিচারক সি এস মুরুগান অভিযুক্ত ২৩ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেন।