Jessore road - Latest News on Jessore road| Breaking News in Bengali on 24ghanta.com
বকেয়া বেতন আর বদলির বিরুদ্ধে যশোর রোড অবরোধ করলেন জেসপ কারখানার কর্মীরা

বকেয়া বেতন আর বদলির বিরুদ্ধে যশোর রোড অবরোধ করলেন জেসপ কারখানার কর্মীরা

Last Updated: Monday, March 31, 2014, 23:24

ছ মাসের বকেয়া বেতনের দাবি, বদলির বিরুদ্ধে যশোর রোড অবরোধ করলেন জেসপ কারখানার কর্মীরা। বারবার আলোচনায় বসতে চেয়েও কর্তৃপক্ষের সাড়া পাননি। এইঅভিযোগে সোমবার বিকেল পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অবরোধ করেন কারখানার কর্মী এবং তাঁদের পরিবারের লোকজন। দমদম থানার পুলিস গিয়ে তাঁদের মারধর করে। আন্দোলনরত মহিলাদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ।